শিরোনাম:

ফার্স্ট ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট উপলক্ষে যশোর সেনানিবাসে বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০২৩


যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে আয়োজিত ফার্স্ট ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট উপলক্ষে যশোর সেনানিবাসে বৃক্ষ রোপন করা হয়।

টুর্নামেন্টের সমাপনী দিন ১৫জুলাই যশোর সেনানিবাসের জিওসি ও যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ এবং ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এ বৃক্ষ রোপন করেন।

এ সময় যশোর সেনানিবাসের উর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, সিএফও, এইচআরডি প্রধান ও জনসংযোগ কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৩ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিত উক্ত গলফ টুর্নামেন্টে যশোর, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১০৩ জন গলফার অংশ গ্রহণ করেন ।