শিরোনাম:
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফের ৩২উন্নয়ন কর্মকর্তা বীমা বিপণন কৌশল লাভে ভারতে উন্নত প্রশিক্ষণ নিয়েছে। গত ৭ জুলাই বিমান যোগে ভারতের কলকাতার উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করেন।
কলকাতায় অবস্থিত ইনস্যুরেন্স প্রশিক্ষণ প্রতিষ্ঠান রিক্স ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব ইন্ডিয়ার উদ্যোগে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভারতে গমনের পূর্বে কোম্পানীর প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন প্রশিক্ষণ সংক্রান্ত তাদের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম ও এইচআর প্রধান মোঃ এনামুল হক উপস্থিত ছিলেন। গ্রুপ ছবিতে কোম্পানীর প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ।