শিরোনাম:

ন্যাশনাল লাইফের সাথে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের গ্রপ বীমার চুক্তি

নিজস্ব রিপোর্ট আগস্ট ০৮, ২০২১


 ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সাথে মোহাম্মদপুরস্থ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে । ১৪ জুন ২০২১ সম্পাদিত চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক ও কর্মচারীদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের ডিএমডি মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, গ্রুপ বীমা প্রধান ভিপি কাজী মোহাম্মদ মহসীন ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ভাইস প্রিন্সিপালসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।