শিরোনাম:

ন্যাশনাল লাইফের ভৈরব জোনের নতুন অফিস উদ্বোধন, ১৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব রিপোর্ট নভেম্বর ১৩, ২০২১


নিজস্ব রিপোর্টঃ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ভৈরব জোনের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে ভৈরব জোনে ১৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

                                             বক্তব্য প্রদান করছেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ বাহার উদ্দিন মজুমদার, ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহাম্মদ সৌরভ, ভৈরব পৌরসভার কমিশনার দ্বীন ইসলাম ও জোনাল চীফ মোঃ আলমগীর তালুকদার। সভাপতিত্ব করেন এরিয়া প্রধান ডিভিপি মোঃ মাজহারুল ইসলাম ।

                                          জোন প্রধান আলমগীর তালুকদার প্রধান অতিথির হাতে প্রস্তাবপত্র তুলে দিচ্ছেন

প্রধান অতিথি গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক বিতরণ করেন। পরে তিনি বীমা পলিসি বিপণন বিষয়ে মাঠ উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে জোনাল চীফ মোঃ আলমগীর তালুকদার ১০ লক্ষ টাকার নতুন প্রিমিয়াম প্রধান অতিখির হাতে তুলে দেন।

                                           কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে

উল্লেখ্য দ্রুত গ্রাহক সেবা প্রদানের কারণে অতীতের তূলনায় ভৈরব জোনে নতুন প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে। যার প্রেক্ষিতে ২০২০ সাল থেকে ২০২১ সালে নতুন প্রিমিয়াম দ্বিগুণ হবে বলে জোন প্রধান মোঃ আলমগীর তালুকদার ইনস্যুরেন্স নিউজ বাংলাকে অবহিত করেন।

                                                                     অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ