শিরোনাম:
ডিজিটাল কার্যক্রমে আরো একধাপ এগিয়ে গেলো ন্যাশনাল লাইফ। দেশের শীর্ষতম এ জীবন বীমা প্রতিষ্ঠানটির গ্রাহকরা এখন থেকে ডাচ্ বাংলা ব্যাংকের রকেট ব্যাংকিংয়ের মাধ্যমে পলিসির প্রিমিয়াম জমা দিতে পারবেন।
এ লক্ষ্যে আজ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে ডাচ্ বাংলা ব্যাংক এবং ন্যাশনাল লাইফের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও ডাচ্ বাংলা ব্যাংকের রকেট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মোশাররফ হোসেন।
এ সময় ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, এইচআর ডিভিশনের প্রধান মোঃ এনামুল হকসহ উর্দ্ধতন নির্বাহীবৃন্দ ও ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের প্রধান শেখ মোঃ ইমরান কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে ন্যাশনাল লাইফের গ্রাহকরা ডাচ্ বাংলা ব্যাংকের সকল নেটওয়ার্কের মাধ্যমে অতি সহজেই পলিসির প্রিমিয়াম জমা দিতে পারবেন।