শিরোনাম:

ন্যাশনাল লাইফের ঢাকা এরিয়া-১ এর পুরস্কার বিতরণ

নিজস্ব রিপোর্ট আগস্ট ১৭, ২০২১


ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ঢাকা এরিয়া-১ এর জুন ২০২১ ক্লোজিং-এ সফল বীমা  কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করে। এরিয়া প্রধান কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট মনির আহমদ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।
গত ৯ আগস্ট মতিঝিল এরিয়া অফিসে এ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রাপ্ত সফল বীমা কর্মীরা হলেন ফার্মগেট জোনের ডিসি জসিম উদ্দিন, ভিসি শারমিন আক্তার ও ভিসি সালমা আক্তার, মতিঝিল জোনের বেলাল হোসেন, মীরপুর জোনের ভিসি কহিনুর আক্তার ও বিএম মুন্নী আক্তার সোহানা।
অনুষ্ঠানে ঢাকা এরিয়া -১ এর জোনাল ম্যানেজার জি এম কামাল,  ফার্মগেট জোনের জোনাল ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, মীরপুর জোনের জোনাল ইনচার্জ মোঃ ইব্রাহীম মিয়া, মীর হাজীরবাগ জোনের জোনাল ম্যানেজার সুমন্ত চন্দ্র সিকদার বক্তব্য রাখেন।