শিরোনাম:
নিজস্ব রিপোর্ট || দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী নরসিংদীতে ৫০ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ৯ জানুয়ারী নরসিংদীর ড্রীম হলিডে পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ¦ মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোঃ খসরু চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, এনপিডিআই প্রধান এসইভিপি মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, জনবীমা প্রধান ইভিপি মোঃ আবুল কাসেম, বৃহত্তর ঢাকা এরিয়া উন্নয়ন প্রধান ইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার, ভিপি মোঃ মনির আহমদ, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ডিভিপি জিএম হেলাল উদ্দিন, এজেন্সী ও প্রশিক্ষণ প্রধান মোঃ মাহবুব নুরুজ্জামান লিটন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ¦ মোরশেদ আলম এমপি বলেন, বীমা আর্থিক খাত হলেও মূলতঃ বীমা একটি সেবামূলক প্রতিষ্ঠান। বীমার মাধ্যমে মানুষ সঞ্চয়মুখি হয় ও আর্থিকভাবে স্বাভলম্বি হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা শিল্পের সাথে সম্পৃক্ত ছিলেন, এই জন্য বর্তমান সরকার বীমা শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন। যার ফলশ্রুতিতে ২০২০ সাল থেকে ১ মার্চ জাতীয় বীমা দিবস সারাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। জাতীয় বীমা দিবসকে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করায় জনাব মোরশেদ আলম এমপি মাননীয় প্রধানমন্ত্রীকে ন্যাশনাল লাইফ ও বীমা শিল্পের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানান।