শিরোনাম:
দেশের শীর্ষতম বেসরকারী জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ঢাকার নবাবগঞ্জে ১ কোটি ২৫ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ১৮ সেপ্টেম্বর ২০২১ কোম্পানীর নবাবগঞ্জ, দোহার ও সিরাজদ্দি খাঁন জোনের উদ্যোগে নবাবগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন।
এ উপলক্ষে কোম্পানীর মাঠ উন্নয়ন কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বীমা পলিসি বিপণনের কৌশল সম্পর্কে কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এরিয়া প্রধান ইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার, এজেন্সী ও ট্রেনিং বিভাগের প্রধান জনাব মাহবুব নূরুজ্জামান লিটন, সভাপতিত্ব করেন সভায় এভিপি নয়ন কুমার রায়। এতে প্রায় ৫০০ জন মাঠ উন্নয়ন কর্মী উপস্থিত ছিলেন।