শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ টাঙ্গাইলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ২ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ৭ নভেম্বর ২০২১ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত বীমা দাবী পরিশোধ ও প্রশিক্ষণ কর্মশালায় এই বীমা দাবী পরিশোধ করা হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ডিভিপি জি এম হেলাল উদ্দিন, প্রশিক্ষণ বিভাগের প্রধান এভিপি মোঃ মাহবুব নুরুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন এরিয়া প্রধান নিখিল চন্দ্র বণিক।
বীমা দাবীর চেক প্রদান করেন সিইও মোঃ কাজিম উদ্দিন
প্রধান অতিথি গ্রাহকদের মাঝে চেক বিতরণ করেন। পরে তিনি বীমা পলিসি বিপণন বিষয়ে মাঠ উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় তিনি বলেন, মহামারী করোনা দুর্যোগেও ন্যাশনাল লাইফ গ্রাহদের কাছে হাজির হয়ে যথাসময়ে দাবী পরিশোধ করেছে। সঠিক সময়ে দাবী পরিশোধ করে বিধায় ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা দিন দিন বেড়ে চলছে। তিনি গ্রাকদের আন্তরিকভাবে বীমা সেবা প্রদানের জন্য কর্মীদের প্রতি আহবান জানান।
বক্তব্য প্রদান করেন সিইও মোঃ কাজিম উদ্দিন
বিশেষ অতিথি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ বাহার উদ্দিন মজুমদার বলেন, বীমার মাধ্যমে আমরা মানুষদের সেবা প্রদান করে থাকি, এতে মানুষ সঞ্চয়মুখি হয় ও আর্থিকভাবে স্বাভলম্বী হয়। তিনি মাঠ কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন।
বক্তব্য প্রদান করেন ইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার
অংশগ্রহণকারী মাঠ উন্নয়ন কর্মকর্তা বৃন্দ