শিরোনাম:

গৌরবময় পথ চলার ৩৯ বছরে পদার্পণ করলো ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৩


দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ৩৯ বছরে পদার্পণ করেছে। ২৩ এপ্রিল কোম্পানীটি গৌরবময় সাফল্যের ৩৮ বছর অতিক্রম আরেকটি নতুন বছরে পা রাখে। সম্পূর্ণ নতুন ভাবনায় ও প্রতিকূল পরিবেশে ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারী জীবন বীমা কোম্পানী হিসেবে যাত্রা শুরু করেছিলো ন্যাশনাল লাইফ। এই সুদীর্ঘ পথ চলায় ন্যাশনাল লাইফকে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবিলা করতে হয়েছে। নানা চড়াই উৎরাই পার করে কোম্পানীটি বাংলাদেশের অন্যতম শীর্ষ কোম্পানী হিসেবে স্থান করে নিয়েছে।

সর্বোত্তম গ্রাহক সেবা, দ্রুত বীমা দাবী পরিশোধ ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ফলে ন্যাশনাল লাইফ আজ একটি পরিপূর্ণ ও পরিপক্ক কোম্পানীতে পরিণত। সর্বোচ্চ বীমা দাবী পরিশোধে বিশেষ অবদানের জন্য কোম্পানীটি রাষ্ট্রীয় স্বীকৃতি তথা জাতীয় সম্মাননা লাভ করে। গত ১মার্চ জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোম্পানীর চেয়ারম্যান আলহাজ¦ মোরশেদ আলম এমপির হাতে উক্ত সম্মাননা ও সনদপত্র তুলে দেন। বিপুল কর্মসংস্থান সৃষ্টিসহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসহ ন্যাশনাল লাইফ দেশী ও বিদেশী অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করে।

ন্যাশনাল লাইফ এ পর্যন্ত প্রায়  ৬১ লক্ষ লোককে বীমার আওতায় নিয়ে এসেছে এবং প্রায় ২৮ লক্ষ গ্রাহককে তাদের বীমার টাকা সর্বোচ্চ বোনাসসহ যথাসময়ে পরিশোধ করেছে। পরিশোধিত বীমা দাবীর পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। কোম্পানীটি শুধুমাত্র ২০২২ সালে বীমা দাবী বাবদ ১০৫১ কোটি টাকা পরিশোধ করে। সময়মত বীমা দাবী পরিশোধ করার কারণে ন্যাশনাল লাইফের জনগণের কাছে আস্থা বৃদ্ধি পায়, যার ফলশ্রুতিতে ২০২২ সালে প্রিমিয়াম আয় করে ১৬১০ কোটি টাকা। 

বর্তমানে কোম্পানীর লাইফ ফান্ড ৪৮৪৭ কোটি টাকা, স্থায়ী সম্পদ ৫৭২৩ কোটি টাকা এবং বিনিয়োগ প্রায় ৫০৩৬ কোটি টাকা। কোম্পানীর বর্তমান বেতন ভিত্তিক কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় ৫০০০ এবং কমিশন ভিত্তিক প্রায় ৭০,০০০।