শিরোনাম:
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী কুমিল্লার নাঙলকোট উপজেলায় ৫শতাধিক অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে মাসব্যাপী গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে ২১ আগস্ট ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী এ খাদ্য সহায়তা প্রদান করে। নাঙলকোট উপজেলায় পেরিয়া ইউনিয়নের কাকইরতলা হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী কে এম সিংহ রতন, স্থানীয় পেরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, পেরিয়া ইউপি আওয়ামীলীগ সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ মজুমদার। কোম্পানীর লাকসাম এরিয়া প্রধান ডিভিপি খোরশেদ আলম সভায় সভাপতিত্ব করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন করোনার কারনে কর্মজীবি মানুষদের আয় রোজগার কমে গেছে। তারা দুঃখ কষ্টে দিনাতিপাত করছে। শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ন্যাশনাল লাইফ দেশব্যাপী অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। অনুষ্ঠানে জনবীমা কুমিল্লা এরিয়া প্রধান ডিভিপি হেলাল আহমেদসহ সিনিয়র কর্মকর্তারা বক্তব্য রাখেন।