শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সৈকত নগরী কক্সবাজারে ৫১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ৩ অক্টোবর হোটেল লংবিচে অনুষ্ঠিত ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবীর চেক প্রদান অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে কোম্পানীর সারা দেশ থেকে প্রায় ৬ হাজার উন্নয়ন কর্মী অংশ নেন।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গেস্ট অব অনার ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য মোঃ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার, পরিচালক মোঃ শাহ আলম। কোম্পানীর সাবেক পরিচালক বিলকিস নাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, জনবীমা উন্নয়ন প্রধান মোঃ আবুল কাসেম, এনপিডিআই প্রধান মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, এসইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বীমা দাবীর চেক বিতরণের পর প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী উন্নয়ন কর্মকর্তাদের স্বর্ণ পদক প্রদান করেন। এ সময় তিনি বলেন বীমার মাধ্যমে মানুষের আর্থিক উন্নতি হচ্ছে ও বীমা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ন্যাশনাল লাইফ সঠিক সময়ে গ্রাহকের দাবী পরিশোধ করে। ফলে দিন দিন ন্যাশনাল লাইফের গ্রাহক সংখ্যা বাড়ছে।