শিরোনাম:

কক্সবাজারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২১, ২০২৩


দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সৈকত নগরী কক্সবাজারে বার্ষিক সম্মেলন, পুরস্কার বিতরণ ও ৭১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ১২ আগস্ট হোটেল লংবিচে অনুষ্ঠিত সম্মেলনে সারাদেশে থেকে প্রায় ১৫ হাজার বীমা কর্মী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি, গেস্ট অব অনার ছিলেন পরিচালক বিলকিস নাহার।  

সভাপতিত্ব করেন কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিন। সম্মেলনে কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, মোঃ খুরশীদ আলম পাটোয়ারী ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এসইভিপি বাহার উদ্দিন মজুমদার ও মোঃ এনামুল হকসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে ৭১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ, সফল বীমা কর্মীদের মাঝে গোল্ড  মেডেল, ডলারের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।